হঠাৎ করেই বদলি করে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হঠাৎ করেই বদলি করে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে

Share This


 দেশের খবর

আজ খবর, নয়া দিল্লী, ২৫/১০/২০১৯ :   হঠাৎ করেই বদলি করে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে। গত ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারার অবলুপ্তি ঘটায়  কেন্দ্র সরকার। তখন  জম্মু - কাশ্মীরের রাজ্যপাল হিসেবে কাজ করছিলেন সত্যপাল মালিক। কিন্তু আজ তাঁকে বদলি করে পাঠিয়ে দেওয়া হল গোয়ায়। এবার তিনি গোয়ার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির সাথে সাথেই রাজ্যটিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, লাদাখকে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে আলাদা করে দেওয়া হয় এবং দুটিকেই কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়; 

জম্মু ও কাশ্মীরের নতুন লেফট্যানেন্ট রাজ্যপাল হচ্ছেন আই এ এস অফিসার গিরিশ চন্দ্র মুর্মু। পাশাপাশি লাদাখের নতুন লেফট্যানেন্ট রাজ্যপাল হচ্ছেন রাধাকৃষ্ণ মাথুর। মিজোরামের নতুন রাজ্যপাল হাতে চলেছেন পি এস শ্রীধরান পিল্লাই। রাজ্যপালদের  এই বদলির অর্ডারে সাক্ষর করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এমনটাই জানা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন সূত্রে। 
১৯৮৫ সালের গুজরাট ক্যাডারের আই এ এস  গিরিশ চন্দ্র মুর্মু গুজরাটের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, যখন নরেন্দ্র মোদী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সূত্রে মোদী ও অমিত শাহ দুজনেরই কাছের লোক তিনি। ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের আই এ এস অফিসার ছিলেন রাধাকৃষ্ণ মাথুর। ২০১৩ থেকে ২০১৫ সাল্ পর্যন্ত রাধাকৃষ্ণ মাথুর ছিলেন ডিফেন্সের সেক্রেটারি, ত্রিপুরা রাজ্যেও তিনি চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। এবার তিনি লাদাখে লেফটেন্যাট রাজ্যপালের দায়িত্ব সামলাবেন।
সেই সঙ্গে দেশের প্রাক্তন আইবি কর্তা ও জম্মু ও কাশ্মীরের  প্রাক্তন মুখপাত্র ১৯৭৬ সালের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার দিনেশ্বর শর্মাকে লাক্ষাদ্বীপের শাসক করে পাঠালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages