আজ খবর, হরিয়ানা, ০৯/১০/২০১৯ : হরিয়ানার রোহটাকে নির্বাচনী জনসভায় আজ কংগ্রেসকে তোপ দাগলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ; আজ জনসভায় তিনি বলেন, "যখন কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত করা হল তখন কংগ্রেস সারারাত ঘুমোতেই পারেনি। কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলে; দেশে অনেক সরকার এসেছে গেছে। দেশে অনেক প্রধানমন্ত্রী এসেছে, চলেও গেছে। কিন্তু নরেন্দ্র মোদী ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে ৩৭০ ধরা অবলুপ্ত করার সাহস দেখতে পারেন নি;"
অমিত শাহ আরও বলেন, "বিগত ৫৫ বছরে কংগ্রেসের কোনো সদিচ্ছাই ছিল না ৩৭০ ধারা বিলোপের, আর এখন তারাই জিজ্ঞাসা করছে কি দরকার ছিল এই ধারা বিলোপ করার ! কেন রাহুল গান্ধী আর পাকিস্তান একই সুরে কথা বলে ? রাহুলের সাথে কি সম্পর্ক পাকিস্তানের ? আসলে মোদী ৩৭০ ধারা অবলুপ্ত করে বিরোধী দলের ভোট ব্যাংক রাজনীতির চাকা পাংচার করে দিয়েছেন। " এই জনসভা থেকে রোহটাক থেকেই গতবার জিতে আসা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাকেও আক্রমন করতে ছাড়েন নি অমিত শাহ;
Loading...