আজ খবর, রাশিয়া, ১২/১০/২০১৯ : রাশিয়াতে চলা বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এসে হেরে গেলেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ান মেরি কম.; তবে তাঁর হার নিয়ে বিতর্ক উস্কে দিলেন মেরি কম নিজেই। ফলাফল ঘোষণা হওয়ার পরে তিনি নিজেই বিস্মিত হয়ে যান; তিনি ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করেন। তাঁর সেমিফাইনালের গোটা ভিডিও টুইটারে প্রকাশ করে মেরি কম প্রশ্ন তোলেন কেন আর কিভাবেইবা আমাকে হারিয়ে দেওয়া হল; মেরি কম মনে করেন তিনি বিচারকদের ভুল সিদ্ধান্তের শিকার।
মেরি কমের সেমিফাইনালের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় বক্সিং ফেডারেশনও; তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। টুর্নামেন্ট কতৃপক্ষ অবশ্য এখনো তাদের অফিসিয়ালি জবাব দেয়নি, শুধু হলুদ কার্ড দেখিয়েছে। আজ শনিবার মেরি কম ৫১ কেজি বিভাগের বক্সিংয়ে হেরে গিয়েছেন তুরস্কের বুসেরাজ ক্যকিরওগ্লুর কাছে ৪ - ১পয়েন্টে। সেমিফাইনালে হেরে নক আউট হয়েছেন মেরি কম, এখন তাঁকে ব্রোঞ্জ পদকের জন্যে লড়াই করতে হবে;
Loading...