আজ খবর, নয়া দিল্লী, ১৬/১০/২০১৯ : পূর্বাঞ্চলীয় বায়ুসেনা কমান্ড তার অধীনে থাকা ৬টি বিমানবন্দর থেকে যুদ্ধ বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিমানবন্দরগুলি হ’ল ডিমাপুর, ইম্ফল, গুয়াহাটি, কলকাতা, পাশিঘাট এবং অন্ডাল। দুটি পর্যায়ে এই বিমান চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৬ থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ২৯ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত যুদ্ধ বিমান চালানো হবে। প্রতিকূল পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকা থেকে ত্রাণ ও উদ্ধারকার্য চালনোর জন্য বাহিনীর কর্মদক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই বিমান চালানো হবে।
এই ধরনের যুদ্ধ বিমান চালানোর ফলে বিমান বাহিনীর পাইলট ও কর্মীরা ব্যস্ততম বিমানবন্দরগুলিতে বিমান ওঠা-নামার প্রক্রিয়া সম্বন্ধে সচেতন হতে পারবেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। বায়ুসেনার পক্ষ থেকে সুখোই ৩০ এমকেআই এবং হক ১৩২ শ্রেণীর যুদ্ধ বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় বায়ুসেনা জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স (জেএএসডিএফ)-এর সঙ্গে যৌথভাবে ১৭-২৩শে অক্টোবর পানাগড়ের অর্জন সিং বায়ুসেনা ঘাঁটিতে ‘শিন্যু মৈত্রী – ২০১৯’ মহড়া চালাবে। ভারতীয় বায়ুসেনার বিশেষ অভিযানে ব্যবহৃত বিমানবহর সি-১৩০জে এয়ারক্র্যাফ্ট এবং জেএএসডিএফ-এর কৌশলগত অভিযানে ব্যবহৃত বিমানবহর সি-১৩০এইচ এই মহড়ায় অংশগ্রহণ করবে। দুই বাহিনীর যৌথভাবে বিভিন্ন কৌশলগত অংশীদারিত্বের দিকটি এই মহড়ার মূল বিষয়।
Loading...