আজ খবর, নয়াদিল্লী, ২৬/৯/২০১৯ : ভারত বর্ষের টাকার প্রতিটি নোট রয়েছে মহাত্মা গান্ধীর ছবি, আর এবার তাঁর ১৫০ তম জন্ম দিবস উপলক্ষ্যে রেলের লোকোমোটিভ ইঞ্জিনগুলির গায়েও মহাত্মা গান্ধীর ছবি আঁকার সিদ্ধান্ত নীল ভারতীয় রেল কর্তৃপক্ষ। আগামী মাসের ২ তারিখে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম দিন; ওই দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দেবেন। গোটা দেশ শ্রদ্ধা জানাবে মহাত্মা গান্ধীকে। অনেকগুলি সরকারী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। মহাত্মা গান্ধীকে তাঁর ১৫০ তম জন্ম দিবসের জন্যে শ্রদ্ধা জানানোর জন্যে তাই ভারতীয় রেলও অভিনব উদ্যোগ গ্রহণ করেছে, রেলের ইঞ্জিনগুলিকে গান্ধীজির ছবিতে রাঙিয়ে দিয়ে।
Loading...